শামসুজ্জামান উদয়, জার্মানি:
বিশ্বজুড়ে চলছে রমজানের আমেজ। পবিত্র এ মাস ঘিরে বিশ্বের সবদেশেই জমে উঠেছে ইফতারের বাজার। এরমধ্যে জার্মানিতে ইফতার সামগ্রীর দামে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরা বলছেন, দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ছোলা-পেয়াজু-বেগুনি। দুই থেকে তিনগুন বেড়েছে বিভিন্ন পণ্যের দাম।
মূলত যুদ্ধের প্রভাবে বেড়েছে ভোজ্যতেলের দাম, যার প্রভাব পড়েছে এসব পণ্যে। ভোজ্যতেল সংকটে চাহিদার তুলনায় কম মিলছে ইফতার সামগ্রী। তাই, বিপাকে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিরা।
দেশটিতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন আরব দেশের নাগরিকরাই মূলত ইফতারের ব্যবসায় জড়িত। তারা জানান, চলমান সংকটে আগের চেয়ে কমে গেছে বেচা-বিক্রি।
জার্মানে ব্যবসা করা এক বাংলাদেশি জানান, গত বছরের তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম বেড়েছে, কমেছে বিক্রি।
এদিকে, করোনা সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করেছে জার্মান সরকার। এতে কিছুটা স্বস্তিতে প্রবাসী ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে বেচাকেনা ভালো হবে এমনটাই আশা তাদের।
/এমএন
Leave a reply