কক্সবাজারে নববর্ষ উদযাপনে ১৪২৯ ফুট দৈর্ঘ্যের আলপনা

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নববর্ষের বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে সকালে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দুপুর পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজ উদ্যোগে পৃথকভাবে বাঙালির চিরায়ত সংস্কৃতির এই নববর্ষ পালন করে।

এর মাঝে ব্যতিক্রমী উদ্যোগ ছিল কক্সবাজার আর্ট ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ এর উদযাপন উপলক্ষে ১৪২৯ ফুট দৈর্ঘ্যের বিশাল আলপনা অঙ্কন। কক্সবাজারে প্রথমবারের মতো সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কলাতলী সড়কে বিশাল আলপনাটি অংকন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করা শিল্পীরা অংশগ্রহণ করেন। আলপনায় বাঙালির চিরায়ত সংস্কৃতির দু’তারা ও কৃষি বিষয়ক প্রবাদ প্রবচন ফুটিয়ে তোলা হয়।

রাতে কর্মসূচিটি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। শিল্পীরা রাতভর উৎসবের আমেজে আলপনাটি অংকন করেন। এছাড়া আর্ট ক্লাবের উদ্যোগে বিকাল থেকে সাংস্কৃতিক কেন্দ্রে লোকজ মেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply