Site icon Jamuna Television

সঙ্কটে দেশ, আইপিএল খেলা লঙ্কান ক্রিকেটারদের উদ্দেশে যা বললেন রানাতুঙ্গা

ছবি: সংগৃহীত

বর্তমানে চরম অর্থনৈতিক সঙ্কট পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তাই চলমান আইপিএল খেলা শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলা ছেড়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে বললেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশছোঁয়া দাম এবং দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সরকারবিরোধী আন্দোলন করছে দেশটির জনগণ। তাদের সাথে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। আর তাই আইপিএলে খেলা ক্রিকেটারদের এক সপ্তাহের জন্য আন্দোলনে থাকতে বললেন রানাতুঙ্গা।

আইপিএল খেলা ক্রিকেটারদের উদ্দেশে রানাতুঙ্গা আরও বলেন, এবারে বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার আইপিএল খেলছে। দুর্ভাগ্যজনকভাবে তারা শ্রীলঙ্কার বর্তমান সঙ্কট নিয়ে কোনো কথা বলছে না। তারা লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রতি অনুগত। তারা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। জনগণের আন্দোলনে লঙ্কান এসব ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে। দেশ ভুল পথে গেলে সাহস নিয়ে সেই বিষয়ে কথা বলতে হবে।

এবারের আইপিএলে শ্রীলঙ্কার পাঁচজন খেলোয়ার খেলছেন। তারা হচ্ছেন— ওয়ানিদু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মহিশ তিকসানা, চামিকা করুনারত্নে ও ভানুকা রাজাপক্ষে। এর মধ্য হাসারাঙ্গাকে রেকর্ড দামে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

জেডআই/

Exit mobile version