রেললাইনের মাঝে শুয়েছিলেন এক তরুণী। সেই অবস্থায়ই তার ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। এতেও কোনো বিকার নেই সেই তরুণীর। ফোনে কথা বলতে বলতে উঠে আসলে উপরে।
ঘটনাটির ভিডিও টুইটারে শেয়ার করেছেন ভারতের আইপিএস কর্মকর্তা দীপাংশু কাবরা। শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফোনে খোশগল্প করা কত বেশি গুরুত্বপূর্ণ!’ এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি ওই তরুণীর ওপর দিয়েই চলে যেতেই উঠে আসছেন তিনি। তার মুখ ঢাকা ও হাতে মোবাইল। কারও সাথে ফোনে কথা বলছিলেন তিনি। অবশ্য ভিডিওটি নিয়ে প্রশ্নও উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, ভিডিওটি বানানো। বলছেন, মাথায় ওড়না পেঁচিয়ে মেয়েটি শুয়ে ছিল, অথচ ওড়না রেলে পেঁচালো না!
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022
তবে ভিডিওটি সত্যি হোক বা মিথ্যা, জীবনের ঝুঁকি নিয়ে এমন ভিডিও বানানো উচিত নয় বলেই মনে করছেন সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহারকারীরা। সস্তা ভিউ বা প্রচারের নেশা থেকে নিজেকে দূরে রাখা উচিত বলে মনে করছেন তারা। সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি।
আরও পড়ুন: প্রেমিকার সাথে প্রথম দেখায় যে ৫টি ভুল কখনও করবেন না
জেডআই/
Leave a reply