পাঞ্জাবে সড়কের পাশে বিক্রি হচ্ছে আখের শরবত। তা পান করে গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা পথচারীদের। কেননা ভারতে এবার তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। গ্রীষ্মের শুরুতেই রেকর্ড তাপমাত্রা দেখছে বাসিন্দারা। দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলের বেশিরভাগ শহরেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে বাড়ছে হিটস্ট্রোকের রোগীর সংখ্যাও।
বাসিন্দারা বলছেন, এবার আগেভাগেই বেড়েছে গরমের তীব্রতা। বেলা উঠলে পথে বের হওয়াই দায়। জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাচ্ছেন, তারা তীব্র তাপদাহের হাত থেকে রক্ষা পেতে ঢেকে রাখছেন চোখ-মুখ।
তীব্র দাবদাহের কবলে পড়েছে পশু-পাখিও। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, মহারাষ্ট্র, ওড়িষা, পাঞ্জাব, পুনেসহ বিভিন্ন শহরে শনিবার তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাড়ছে হিটস্ট্রোকের সংখ্যা। পরিসংখ্যান বলছে, গরমে ভারতে প্রতিবছর মৃত্যু হয় কয়েক হাজার মানুষের।
/এডব্লিউ
Leave a reply