আজ ইস্টার সানডে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
এ উপলক্ষ্যে দেশের সব গির্জায় বিশেষ প্রার্থনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে, ইস্টার সাডের দিনে যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন।
পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে রবিবার তিনি আবারও পুনরুত্থিত হন বা জেগে ওঠেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রবিবারকেই ইস্টার সানডে বা পুনরুত্থানের রোববার বলা হয়।
/এডব্লিউ
Leave a reply