‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তাসকিনের খেলার সম্ভাবনা নেই’

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা নেই বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে বিদেশে। এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি আরও জানান, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে মুমিনুল হকই থাকছেন দলের অধিনায়ক।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েন তিন ফরম্যাটেই দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদ। তাই দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরে আসেন এই স্পিডস্টার।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের জন্য দিমুথ করুনারত্নের অধীনে ২৩ সদস্যের এই দল নেমে দাঁড়াবে ১৮ জনে। ৫ মে ঢাকায় আসার কথা লঙ্কানদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ মিরপুরের হোম আব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ২৩ মে। সিরিজের দুইটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শ্রীলঙ্কায় বর্তমানে চলছে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট। সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েই ছিল শঙ্কা।

আরও পড়ুন: মোস্তাফিজের এক ওভারে ২৮ রান নিলেন কার্তিক

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply