বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের ইচ্ছেমতো পরিচালিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা খারিজের আবেদন বাতিলের প্রতিবাদে রোববার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন। জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সরকারের চক্রান্ত বলে এ সময় মন্তব্য করেছেন।
রুহুল কবির রিজভী বলেন, মামলা পরিচালনার নির্দেশে আদালতের সিদ্ধান্তের পেছনে সরকারের প্রভাব আছে। জিয়া পরিবারের সদস্য বলেই এই মামলা কিনা তা জানতে চেয়েছেন দুদকের কাছে। আওয়ামী লীগের প্রশাসন ও বিচার ব্যবস্থা অভিনব নজির তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
/এমএন
Leave a reply