রমজানে জমে উঠেছে টুপি ও জায়নামাজের বাজার

|

রমজান ও ঈদ ঘিরে টুপি আর জায়নামাজের বাড়তি চাহিদা তৈরি হয়। করোনার কারণে গেল দুই বছর তেমন ব্যবসা হয়নি। তবে এবার রমজানে বেশ জমে উঠেছে টুপি ও জায়নামাজের বাজার। কেনাবেচাও হচ্ছে বেশ। ক্রেতারা বলছেন, দাম একটু বেশি। দোকানদারদের প্রত্যাশা, ঈদের দিন সামনে আসায় মার্কেটে ক্রেতা সমাগম বাড়বে।

আসছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানী টুপি জায়নামাজের সবচেয়ে বড় মার্কেট বায়তুল মোকাররম। বাহারি নাম ও ধরনের টুপি, তসবি, আতর আর জায়নামাজের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তারা জানান, এবার বিক্রি ভালো।তাই তাদের আশা গত দুই বছরের করোনার ধাক্কা সামলে উঠতে পারবেন।

যদিও অন্যান্য বছরের তুলনায় সব জিনিসের দাম একটু বেশি। তারপরও পছন্দের জিনিস কিনতে পেরে বায়তুল মোকাররম মার্কেটে আসা কয়েকজন ক্রেতা খুশি। পণ্যের বেশি দামের বিষয়টি স্বীকার করলেন বিক্রেতারাও। তারা বলেছেন, পাইকারি বাজারেই সব পণ্যে দাম বেশি। ২০ রোজার পর বেচাকেনা আরও জমে উঠবে আশা ব্যবসায়ীদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply