পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে: রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রবাহী একটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে এ খবর জানিয়েছে ডেইলি পোস্ট।

রুশ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার বলেছেন, ইউক্রেনের উদ্দেশে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের একটি বড় চালানবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার উড়োজাহাজ-বিধ্বংসী প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা শহরে ওই উড়োজাহাজটি ভূপাতিত করা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সামরিক চৌকস দল ইউক্রেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা ৬৭টি এলাকায় সেনা নিধন এবং সামরিক সরঞ্জাম নষ্ট করেছে বলেও দাবি করেন মেজর জেনারেল ইগর কোনাশেনকভ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী থাকাকালীন পাওয়া উপহার দুবাইয়ে বিক্রি করলেন ইমরান খান!
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply