দুদকের মামলায় সাহেদের বিচার শুরু

|

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুদকের এই মামলায় সাহেদের বিচার শুরু হলো।

রোববার (১৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০’এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন। দুই বছর আগে ২০২০ সালের ৫ নভেম্বর দুদক এক নোটিশে সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে তার সম্পদের হিসেব জমা দিতে বলে। কিন্তু সাহেদের মামলা করে দুদক।

রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে অবৈধ অস্ত্রসহ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেফতারে কথা জানায় র‍্যাব।

উল্লেখ্য, করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। এ মামলায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে অন্তর্ভুক্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

আরও পড়ুন: আমি আত্মসমর্পণ করেছি, র‍্যাবের গ্রেফতার অভিযান সাজানো নাটক: আদালতে সাহেদ

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply