প্রি-পেইড সেবা চালু করেছে বিটিসিএল

|

টেলিফোন ও উচ্চগতির ইন্টারনেট সার্ভিসের জন্য প্রি-পেইড সেবা চালু করেছে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রোববার (১৭ এপ্রিল) দুপুরে নতুন এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিসিএলের মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশ নেটওয়ার্ক প্রকল্পের আওতায় এই সেবাটি চালু করা হয়েছে। এতে ইন্টারনেট সেবার জন্য পাঁচ এমবিপিএস থেকে একশো এমবিপিএস পর্যন্ত ১১টি প্যাকেজ পাওয়া যাবে।

বিটিসিএল থেকে বিটিসিএলে ত্রিশ দিন আনলিমিটেড কথা বলা যাবে ১৫০ টাকায়। আর বিটিসিএল থেকে অন্য অপারেটরে প্রতি মিনিটের চার্জ ধরা হয়েছে আটচল্লিশ পয়সা।

মোস্তাফা জাব্বার এ সময় জানান, প্রযুক্তির রূপান্তরের পথে ইন্টারনেট সেবায় নিত্য নতুন উদ্ভাবন নিয়ে হাজির হবে বিটিসিএল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply