ঝড়ে উড়ে আসা টিনে মাথা আলাদা যুবকের!

|

ছবি: সংগৃহীত

কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ, মাথাভাঙ্গা এলাকা। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ’র বেশি মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার সন্ধ্যার দিকে এ ঝড়ের ঘটনা ঘটে। কোচবিহারে ১ নম্বর ব্লকের বেশ কিছু এলাকায়, বিশেষ করে মোয়ামাড়ি, ঘুঘুমাড়ি, সুকটাবাড়ি, বড় শোলমারি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ।

খবরে বলা হয়, এই ঝড়ে ছয় হাজারের বেশি বাড়িঘর ভেঙেছে। আহতের সংখ্যা ২০০ জনেরও বেশি। গতকাল রাতেই গুরুতর আহতদের মধ্যে ৪২ জনকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবরে আরও হয়েছে, ঝড়ে মোয়ামাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট আঠারোকোটা এলাকার জহাঙ্গীর আলম এবং ঘুঘুমারি পালপাড়ার বাসিন্দা দেবদাস পালের মৃত্যু হয়েছে। গাছ পড়ে এক জনের মৃত্যু এবং ঝড়ে উড়ে আসা টিনে গলা কেটে মৃত্যু হয়েছে অন্য জনের। টিনের আঘাতে তার ধড় ও মাথা আলাদা হয়ে গিয়েছে। নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির রাজ্য সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply