হাওরে বাঁধ দিয়ে আগাম ঢল ঠেকানো কঠিন; আগামী বন্যার আগে বাঁধগুলো ঠিক করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এবার অনেক আগে ঢল এসেছে হাওরে। হাওরে পলি পড়েছে তা ড্রেজিং করা হবে। হাওরে কোনো রাস্তা নয়, এলিভেটেড এক্সপ্রেস বানানো হবে বলেও জানান তিনি।
পানি প্রবাহে বাধা হলে আরও ব্রিজ বানানোর পরামর্শ দেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় ৩০ এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটা হবে বলেও জানান তিনি।
/এমএন
Leave a reply