রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বাইডেনের বিশেষ দূত

|

শরণার্থীদের সাথে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা।

নুরুল করিম রাসেল, কক্সবাজার:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং হিন্দু শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
 
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় অফিস থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কুতুপালং হিন্দু শরণার্থী ক্যাম্পস্থ ব্রাকের অফিসে হিন্দু শরণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলেন। 

এ সময় ব্র্যাক এনজিও সংস্থার সকল কার্যক্রম সম্পর্কে তারা অবহিত হন। হিন্দু শরণার্থী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা করে প্রতিনিধি দল। ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন হিন্দু শরণার্থীদের সাথে।
 
পরে প্রতিনিধি দল শরণার্থী ক্যাম্পে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।  বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এবং পরে ইউএনএইচসিআর-আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply