ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ

|

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্য নতুন সুদের হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ এপ্রিল) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে তা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স অ্যান্ড মার্কেটস (ডিএফআইএম)।

আর্থিক প্রতিষ্ঠানের জন্য আমানতের ওপর সর্বোচ্চ ৭ শতাংশ এবং ঋণে ১১ শতাংশ সুদহার ধার্য করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে যেসব আমানত ইতোমধ্যে নেয়া হয়েছে, সেগুলোর সুদের হার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply