ইসরায়েলকে যে হুমকি দিলেন রাইসি

|

ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে বক্তব্যরত প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত প্যারেড শেষে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইরানের আক্রমণের লক্ষ্যবস্তু হবে ইসরায়েল। খবর আলজাজিজার।

সোমবার (১৮ এপ্রিল) ইরানের জাতীয় সশস্ত্র দিবসের প্যারেড শেষে রাইসি বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনও ছোট পদক্ষেপও নেয় তবে তার ফল মোটেও ভাল হবে না। তিনি বলেন, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন যে ইরানিদের বিরুদ্ধে কোনো ছোট পদক্ষেপ নিলেও আমাদের সামরিক বাহিনীর আক্রমণের কেন্দ্রবিন্দু হবে ইহুদি রাষ্ট্রটি।

রাইসি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্প্রতি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করছে। তবে একটি বিষয় পরিষ্কার জানাতে চাই, এ অঞ্চলে আমাদের গোয়েন্দা, নিরাপত্তাবাহিনী ও সামরিক বাহিনীর নজর এড়িয়ে কোনো পদক্ষেপই তারা নিতে পারবে না।

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ভাল সম্পর্ক গড়ার চেষ্টা করছে তেল আবিব। তাদের এমন পদক্ষেপে সতর্ক অবস্থানে তেহরান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply