আমার উপহার, আমার ইচ্ছা: ইমরান খান

|

ফাইল ছবি

প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন দেশের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সম্প্রতি অন্তত ১৪ কোটি রুপিতে বিক্রি করেছেন ইমরান খান, বলে ক্ষমতা নেয়ার দু’দিনের মাথায়ই অভিযোগ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। সমালোচনার জবাবে ইমরান খান বলেন, আমার উপহার, আমার ইচ্ছা। খবর ডনের।

সোমবার (১৮ এপ্রিল) শাহবাজের এ অভিযোগের সোজাসাপ্টা জবাব দিয়েছেন সদ্য ক্ষমতা হারানো ইমরান খান। তিনি বলেন, ১৯২৩ সালের অফিসিয়াল সিকরেটস অ্যাক্ট অনুযায়ী তোষাখানা বিষয়ক বিস্তারিত তথ্য আমি প্রকাশ করতে পারি না। আর উপহার যেহেতু আমার, তো উপহার দিয়ে কী করবো সেটাও আমারই সিদ্ধান্ত হওয়া উচিত। একজন প্রেসিডেন্টের দেয়া একটা উপহার রেখেছি আমার কাছে, তোশাখানার রেকর্ডেও তা উল্লেখ আছে। আমি ৫০ শতাংশ দাম পরিশোধ করেই উপহারটি নিয়েছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী থাকাকালীন পাওয়া উপহার দুবাইয়ে বিক্রি করলেন ইমরান খান!

ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতায় থাকা অবস্থায় এমন ৫৮টি উপহার পেয়েছেন ইমরান খান, যার আনুমানিক মূল্য ১৪ কোটি পাকিস্তানি রুপির বেশি। ইমরান বিরোধীদের অভিযোগ, কোনো উপহারই নিয়ম মেনে রাষ্ট্রীয় কোষাগার বা তোশাখানায় জমা দেননি ইমরান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply