সংঘর্ষের পর ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

|

রাতভর শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক ঘোষণায় জানানো হয় এ তথ্য। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম উল্লিখিত পোস্টে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। এছাড়া ওই পোস্টে সকল শিক্ষককে সকাল ১০ টার মধ্যে কলেজে উপস্থিত থাকতেও বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। সেখানে দুই দোকান মালিকের বিতণ্ডায় একজনের পক্ষ নেয়ায় মারধরের শিকার হন তারা। এর জেরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply