মাঝরাতে হামলার প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

|

মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে। আহত দুজন শিক্ষার্থীর অবস্থা সংকটজনক বলে জানান তারা। অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাস্তা বন্ধ থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষের। সকাল থেকেই ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। দ্রুত এ সমস্যার নিরসন চান তারা।

এদিকে, মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে সকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। সেখানে দুই দোকান মালিকের বিতণ্ডায় একজনের পক্ষ নেয়ায় মারধরের শিকার হন তারা। এর জেরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply