ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনে আমন্ত্রণ জানালেও ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব সাংবাদিকদের বলেন, আমি আবারও বলতে চাই প্রেসিডেন্ট জো বাইডেনের কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, হোয়াইট হাউজ মনে করে প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেন সফর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আপাতত যুক্তরাষ্ট্র ইউক্রেনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা পাঠাতে চায় তারা, সম্ভবত সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন অথবা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনক পাঠানো হতে পারে।
এর আগে গত সপ্তাহে এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। তখন তিনি উত্তরে বলছিলেন হ্যাঁ। ঠিক তখন থেকেই মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফর নিয়ে গুঞ্জন ওঠে।
এটিএম/
Leave a reply