দিল্লির সহিংসতায় কঠোর পদক্ষেপের নির্দেশ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

|

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি দিল্লির জাহাঙ্গিরপুরিতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পুলিশকে এ ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা রাজধানীতে না ঘটতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৯ সালে দিল্লি কাঁপানো সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে বিষয়টি তদন্ত করতে বলেছেন এবং তাদের কোনো ভুল না করতে নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দিল্লি পুলিশ কমিশনার বলেন, শনিবারের সংঘর্ষের জন্য এখন পর্যন্ত উভয় সম্প্রদায়ের ২৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের অধীনে দিল্লি পুলিশের অন্তত ১৪টি দল মামলাটি তদন্ত করছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply