ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে গ্রেফতার করলো রাশিয়া, মুক্তির জন্য যে শর্ত

|

আটক দুই ব্রিটিশ যোদ্ধা শন পিনার ও এইডেন আসলিন।

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর মারিওপোলে দুই ব্রিটিশ যোদ্ধাকে আটক করেছে রুশ সৈন্যরা। তাদের মুক্তির জন্য ব্রিটিশ সরকারকে একটি শর্তও জুড়ে দিয়েছে রাশিয়া। সেটি হচ্ছে ইউক্রেনে আটক ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ইউক্রেনীয় রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে মুক্তি দিতে হবে।

রাশিয়ার সরকারি টেলিভিশনে বন্দী ওই দুই যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের নাম শন পিনার ও এইডেন আসলিন। রুশ টিভিতে অভিযোগ করা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে গোপনে সামরিক সহযোগিতা পাঠাচ্ছেন।

তবে এই দুই বন্দীর বিনিময়ে মেদভেদচুকে মুক্ত করা হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ব্রিটেনভুক্ত উত্তর আয়ারল্যান্ডের সেক্রেটারি ব্রেন্ডন লুইসকে। তবে তিনি বলেছেন, এই দুই ব্রিটিশ যোদ্ধা তাদের নিজেদের ইচ্ছায় সেখানে গিয়েছেন। তাদের সেখানে থাকার কথা ছিল না। তাই বন্দী বিনিময়ের প্রশ্নই আসে না। খবর স্কাই নিউজের।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ভিক্টর মেদভেদচুক।

উল্লেখ্য, রুশ সরকারের হয়ে কাজ করার অভিযোগে যুদ্ধ শুরুর পরপরই গৃহবন্দী করা হয়েছিল ভিক্টর মেদভেদচুককে। তবে গত সপ্তাহে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply