দুর্ঘটনার পর বাসে আগুন লেগে ২৭ যাত্রী নিহত

|

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যাওয়া ওইসব যাত্রী পুড়ে মারা গেছেন।

দেশটির বিহার রাজ্যের মতিহারিতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। এতে ২৭ জনের মৃত্যু ছাড়াও বেশকিছু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেকেরই মৃত্যু হয়। সময় বাড়ার সঙ্গে মৃতের সংখ্যাও বাড়তে থাকে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। তবে সময় বাড়ার সঙ্গে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী দীনেশ চন্দ্র যাদভ বলেন, বাস দুর্ঘটনায় ২৭ জন মারা গেছেন। মাত্র চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্র: এএনআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply