ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা দিলেন বাইডেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরুর করার পরেই দেশটিতে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময় গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) জো বাইডেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

খবরে আরও বলা হয়, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।
আরও পড়ুন: ইউক্রেনের ক্রেমিন্না শহর দখলে নিলো রাশিয়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply