মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা নিহত

|

ছবি: সংগৃহীত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পালিয়েছেন আরও ৫২৮ রোহিঙ্গা বন্দি।

দ্যা-সানডেইলি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার (২০ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিটে পেনাংয়ের সুঙ্গাই বাকাপের অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে মোট ৫২৮ জন রোহিঙ্গা বন্দি পালিয়ে যায়।

পেনাংয়ের পুলিশ প্রধান দাতুক মোহাম্মাদ সুহেলি মোহাম্মদ জেইন বলেছেন, ছয়জন অবৈধ অভিবাসী যারা উত্তর-দক্ষিণ হাইওয়ের ১৬৫ কিলোমিটারে অতিক্রম করার চেষ্টা করেছিল। তারা সকাল ৬টা ৫০ মিনিটের দিকে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত হয়। নিহতদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ, দু’জন প্রাপ্তবয়স্ক নারী, একজন মেয়ে এবং একজন ছেলে ছিল।

অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এক বিবৃতিতে বলেছেন, মোট ৩৬২ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে, বাকি অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তারা ব্লকের দরজা ও ব্যারিয়ারের গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়। কর্তব্যরত কর্মকর্তারা সহায়তার জন্য পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সক্রিয় করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply