বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান: জো বাইডেনের দূত

|

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, কোনো একটা পক্ষ সেটা নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন।

বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর রাশাদ হোসেন এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন বাইডেনের এ দূত। বলেন, বাংলাদেশ চাইলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি।

রাশাদ হোসাইন গত ১৮ এপ্রিল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এর আগের দিন ঢাকায় বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে রাশাদ হোসাইন বাংলাদেশের বিদ্যমান ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply