বিল্ডিং কোডবিহীন স্থাপনা উচ্ছেদ শুরু ফেনী শহরে

|

নকশা বহির্ভুত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে ফেনী শহরে।

ফেনী শহরের সড়কগুলোর দু’পাশ দখল করে রেখেছে ভবন মালিক, ব্যবসায়ী ও ভ্রাম্যমান হকাররা। যার ফলে চলাচলে সংকুচিত হয়ে গেছে সড়ক। প্রতিনিয়ত যানজটে নাকাল যাত্রী ও বাসিন্দারা। নতুন ভবন করতে মানা হচ্ছে না বিল্ডিং কোড। এসব উচ্ছেদে নেমেছে পৌরসভা। ঈদ উপলক্ষে মানুষ শহরমুখী হওয়ায় যানজট বাড়ছে প্রতিদিন।

ফেনী শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টের প্রতিদিনই লাগে যানজট। রাস্তা দখল করে পার্কিং আর হকারদের দৌরাত্মে সংকুচিত ব্যস্ততম সড়কটি। ফলে ছড়িয়ে পড়েছে যানজট। যানবাহনের এই জট ছড়িয়ে পড়ছে সংযোগ সড়কেও। ঈদসহ যেকোনো সামাজিক উৎসবে এই বিশৃঙ্খলা বাড়ে কয়েকগুণ।

নকশা বহির্ভূত ভবন চিহ্নিতকরণ ও দলখদার উচ্ছেদে উদ্যোগ নিয়েছে পৌরসভা। রাস্তার পাশে কোড না মেনে যেসব বিল্ডিং করা হয়েছে, সেগুলো আমরা ভেঙে দেয়া হয়েছে বলে জানান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী শহরে সাড়ে ৩ লাখ মানুষের বসবাস। বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় কাজে শহরে ছুটে আসে অসংখ্য মানুষ। চলাচল নির্বিঘ্ন করতে যানজট নিরসন চায় পৌরবাসী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply