আখাউড়া স্থলবন্দরে চালু হলো সোনালী ব্যাংকের ট্রেজারি ও ট্রাভেল বুথ

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা ও ব্যাংকের ট্রাভেল ট্যাক্সের বুথ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সোনালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান ফিতা কেটে স্থলবন্দরে সোনালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীর চাপ বেড়ে গেছে। এখন জনবল বাড়িয়ে বন্দরে সোনালী ব্যাংকে ট্রেজারি ও ট্রাভেল বুথের উপ-শাখার উদ্বোধনের ফলে যাত্রীরা স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এছাড়া উদ্বোধনের ফলে সেখানেও আমদানি রফতানি বাণিজ্যিক কাজেরও গতিশীলতা ফিরে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান। আখাউড়া সোনালী ব্যাংক শাখার ম্যানেজার শাহিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ, সোনালী ব্যাংকের কুমিল্লায় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, আখাউড়া স্থলবন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুনসহ স্থানীয় ব্যবসায়ীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply