মার্কিন অস্ত্র ‘যুদ্ধে বড় পার্থক্য গড়তে পারে’: বিশ্লেষক

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জন্য ওয়াশিংটনের সামরিক সহায়তার সর্বশেষ প্যাকেজ ‘খুবই তাৎপর্যপূর্ণ’। তাছাড়া যুদ্ধের কেন্দ্রবিন্দু ইউক্রেনের ডনবাস অঞ্চলে স্থানান্তরিত হওয়ায় অস্ত্রগুলি ‘অনেক পার্থক্য করতে পারে’ বলে মত জানিয়েছেন বিশ্বব্যাপী রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা রাসমুসেন গ্লোবালের নীতি পরিচালক হ্যারি নেডেলকু।

কানাডার মন্ট্রিল শহর থেকে বুধবার (২০ এপ্রিল) নেডেলকু আল জাজিরাকে বলেছেন, বর্তমানে ইউক্রেনে পশ্চিমা সাহায্য শুধু অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতো প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরনেই নয় বরং ভারী অস্ত্র সরবরাহের দিকে মনোনিবেশ করছে।

নেডেলকু আরও বলেন, ডনবাস অঞ্চল একটি সমতল ভূমি যার জন্য ভারি অস্ত্রের প্রয়োজন। যেমন- হাউইটজার এবং ট্যাঙ্ক।

আরও পড়ুন: রাশিয়ার হাতে বন্দী ব্রিটিশ যোদ্ধার প্রতি সহানুভূতির আর্জি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনে নিজেদের হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশেষ করে ডনবাসসহ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায়। বর্তমানে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল। সেখানকার ইউক্রেনীয় বাহিনীকে রুশ সেনারা বারবার আত্মসমর্পণ করার পরামর্শ দিলেও তা প্রত্যাখ্যান করেছে জেলেনস্কির সৈন্যরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply