ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা

|

ছবি: সংগৃহীত

আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার হলো ফিলিস্তিনের গাজা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরের দিকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদি সেনারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তেল আবিবের দাবি, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে চালানো হয়েছে এ অভিযান।

এক টুইটবার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বুধবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় এসদেরত শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজা থেকে ছোড়া রকেট আঘাত হানে একটি আবাসিক ভবনে। বাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

গত কয়েকদিনে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত বেড়েছে আবারও। মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রাণ গেছে ২৯ জনের। ইসরায়েলেও ১৪ জনের মৃত্যুর ঘটনায় পশ্চিম তীর, জেরুজালেম ও গাজায় অভিযান জোরদার করে ইহুদি বাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply