বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে ঢাকার নিউমার্কেট ও আশপাশের দোকানপাট খুলতে শুরু করেছে। তবে ঢাকা কলেজের উল্টো পাশের দোকান খুলেনি এখনও।
গতকাল রাতে ব্যবসায়ী-শিক্ষার্থী উভয় পক্ষের দীর্ঘ বৈঠকে সমঝোতা হয়। তাতে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।
দোকান খুললেও বিক্রেতাদের মধ্যে শঙ্কা কাটেনি পুরোপুরি। গত কয়েকদিনে আর্থিক ক্ষতির দুশ্চিন্তায় সবাই। এদিকে, সংখ্যায় কম হলেও আসতে শুরু করেছেন ক্রেতারা। গতরাতে সিদ্ধান্তের কথা শুনে আসছেন কেউ কেউ। নতুন করে সংঘাত না হলে দুই-একদিনের মধ্যে পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন তারা।
গত সোমবার রাতে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন মঙ্গলবারও দিনভর চলে এ সংঘর্ষ। এ ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত বলে নিউমার্কেট দোকান মালিক সমিতি গতকাল এক সংবাদ সম্মেলনে জানায়। ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের কারণে গত মঙ্গলবার, বুধবার নিউমার্কেট ও আশপাশের দোকান বন্ধ ছিল।
এ ঘটনায় ইতোমধ্যে মারা গেছেন দুইজন। আর আহত হয়েছেন অন্তত ৪০ জন।
/এমএন
Leave a reply