ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল দখলের দাবি করেছে রাশিয়া। যদিও দখল করা হয়নি মারিওপোলের আজভস্টাল ধাতব প্লান্ট কারখানা। সেটি দখলের বদলে অবরুদ্ধ করার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এমনভাবে অবরুদ্ধ করতে হবে যেন একটা মাছিও যাতে পালাতে না পারে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
এর আগে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মারিওপোল দখলের তথ্য জানিয়েছেন।
এএফপির খবরে বলা হয়, টেলিভিশনে প্রচার করা এক বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী পুতিনকে জানান- আজভস্টাল ইস্পাত কারখানায় দুই হাজার ইউক্রেনীয় সেনা রয়ে গেছেন। সেখানে ভূগর্ভস্ত টানেলের নেটওয়ার্ক ব্যবহার করছেন তারা।
আরও পড়ুন: কোরআন শরীফ পোড়ানো নিয়ে দাঙ্গা; মধ্যপ্রাচ্যের ২ রাষ্ট্রকে দুষছে সুইডেন
মারিওপোল দখলের পর পুতিন বলেছেন, মারিওপোল দখল করা রাশিয়ার জন্য একটি বড় সফলতা। সেনারা শহরটির দখল নিতে পারায় আমি গর্বিত। এই সময়ই পুতিন আজভস্টাল দখল করার পরিবর্তে অবরুদ্ধ করে রাখার পরামর্শ দেন।
জেডআই/
Leave a reply