Site icon Jamuna Television

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার জো রুট

জো রুট। ছবি: সংগৃহীত

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের সদ্য বিদায়ী অধিনায়ক জো রুট।

২০২২ সালে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৯তম সংস্করণ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (২১ এপ্রিল)। ২০২১ সালের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেখানে এই পুরস্কার পেয়েছেন রুট। এর আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাম্প্রতিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে সম্প্রতি দায়িত্ব ছেড়েছেন রেকর্ড ৬৪ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক।

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পথে রুট হেঁটেছেন বেন স্টোকসের পথে। ২০২০ ও ২০২১ সালে উইজডেনের সেরা ক্রিকেটার হন স্টোকস। ২০২১ সালে ১৫ টেস্টে ৬১ গড়ে ১ হাজার ৭০৮ রান সংগ্রহ করেন জো রুট। কিন্তু দলীয় ব্যর্থতায় সবশেষ ১৭ টেস্টের মধ্যে রুটের দল জিতেছে মাত্র ১টিতে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

এম ই/

Exit mobile version