ঈদ যতো কাছে আসছে ততোই বাড়ছে নিত্যপণ্যের দাম

|

ঈদ যতো কাছে আসছে ততোই বাড়ছে নিত্যপণ্যের দাম। কেবল নিম্মবিত্ত নয় মধ্যবিত্তেরও নাগালের বাইরে প্রায় সব ধরনের মাংসের দাম। ঈদের সাধারণ আইটেম সেমাইয়ের দাম অতীতের তুলনায় কয়েকগুণ চড়া। বিপাকে ফেনীসহ সারাদেশের ভোক্তারা।

মধ্যম আয়ের অনেকে গরুর মাংস খাওয়া ছেড়ে খেতে শুরু করেছেন মুরগীর মাংস। তবে এখন তাতেও নাকাল অবস্থা। ব্রয়লার ১৬০, লেয়ার ২৬০ আর সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা। গরুর মাংসের দাম দাঁড়িয়েছে ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা।

এরই মধ্যে রমজানে যেসব পণ্য না হলে চলেই না, তারও দামে নেই কোনো স্বস্তির খবর। চিনি ৮০, ছোলা ৭০, মোটরের ডাল ৬০ টাকা। আর তেল এখনও লাগাম ছাড়া। ঈদের দিনের সেমাইয়ের দাম শুনেও অখুশি ভোক্তারা। এছাড়া কাঁচা বাজারেও দামের ঊর্ধ্বগতি। ফেনীর বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০, কাঁচা মরিচ ১২০, গাজর ৬০ টাকা। বাকি পণ্যের দামও কমেনি।

তবে এসব কিছুর মধ্যেও বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফত তাদের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রেখেছে বলে জানালেন ফেনী জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply