পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানিয়েছে আরব লিগ। এটিকে তারা মুসলিমদের জন্য চরম অপমানজনক মনে বলে জানিয়েছে আলজাজিরার একটি খবর। প্রাণঘাতী সহিংসতার পর এবারই প্রথমবার নীরবতা ভাঙলো আরব লিগ।
চলমান অস্থিরতার মধ্যে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) জর্ডানে আলোচনায় বসে লিগের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। আলোচনায় ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি আসে, রমজান মাসেও পবিত্র মসজিদে ইহুদিরা প্রার্থনা চালিয়ে গেলে আরও সহিংসতা ছড়াবে। এসময় তারা মুসলিমদের মসজিদে প্রবেশে বাধা দিয়ে পুলিশি নিরাপত্তায় ইহুদিদের ভেতরে নেয়ার ঘটনায় তারা তীব্র নিন্দা প্রকাশ করে।
গত শুক্রবার আল আকসায় ছড়ায় চরম সংঘাত। যাতে আহত হয় অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনি, আটক হয় ৩০০-র বেশি মানুষ।
/এডব্লিউ
Leave a reply