আটকে পড়া ডলফিন কাঁধে করে নিয়ে গেলো পর্যটক

|

সৈকতে আটকে পড়া এক ডলফিন কাঁধ করে নিয়ে গেলো এক পর্যটক। এই অমানবিক ঘটনা ঘটেছে চীনের গুয়াংজু প্রদেশে। এদিকে এ ঘটনায় পুলিশ এই পর্যটককে খুঁজছে।

সংবাদমাধ্যেম সূত্রে জানা যায়, একটি ভিডিওতে দেখা যায় এক পর্যটক সৈকতে আটকে পড়া ডলফিন কাঁধে করে নিয়ে যাচ্ছেন। পরে গাড়িতে করে কোথাও নিয়ে যান। তবে জানা যায় কোথায় নিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, হেইলিং দ্বীপের সৈকতে আটকে পরে এই ডলফিনটি এবং দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ পর ডলফিনটি মারা যাবে।

এদিকে চীনের পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে, শেষ হলেই এই ব্যপারে জানানো হবে। ডলফিন চীনে সংরক্ষিত প্রাণির তালিকায় রয়েছে তাই ঐ ব্যক্তিকে খুঁজে শাস্তির আওতায় আনা হবে।

অন্যদিকে ডলফিনকে কাঁধ করে নিয়ে যাওয়ার ভিডিওটি গত ১ মে চীনের ভিডি শেয়ারিং সাইট মিয়াওপাই তে পোস্ট করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিও টি ৬০ লাখ বার দেখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply