দুই ম্যাচ হারের পর বার্সার স্বস্তির জয়

|

ছবি: সংগৃহীত

লা লিগায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। টানা ২ ম্যাচ হারের পর এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের ২য় স্থানে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর সবশেষ দুই ম্যাচে হার জুটেছিল জাভির শিষ্যদের। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুতেই বিপদে পড়তে যাচ্ছিল ক্লাবটি। গোলরক্ষক টের স্টেগেন বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের গায়ে মারেন। বল পোস্টের বাইরে দিয়ে যাওয়ায় স্বস্তি মেলে কাতালান শিবিরে। এরপর ম্যাচের ১১ মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের হেডে লিড নেয় বার্সেলোনা। কাতালান জার্সিতে এটি এই গ্যাবনিজ স্ট্রাইকারের নবম গোল।

ছবি: সংগৃহীত

২৮ মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়ানো হয়ে ওঠে না বার্সার। এরপর একের পর এক আক্রমণ গড়েও কাঙ্খিত গোলের দেখা পায়নি সোসিয়েদাদ। আর তাতেই ঘরের মাঠে পরাজয়ের হতাশা সঙ্গী হয় দলটির। এই হারে ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকলো রিয়াল সোসিয়েদাদ।

আরও পড়ুন: ‘বিনামূল্যে লেন্স অপসারণ করে দেবো যাতে ম্যানইউর খেলা দেখতে না হয়’

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply