পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের সফরকে ভালো চোখে দেখছে না ভারত। ইনডিয়ান এক্সপ্রেসের খবর বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র অরিন্দম বাগচী ইলহানের আজাদ কাশ্মির সফরের সমালোচনা করে একে ‘ন্যারো মাইনন্ডেড পলেটিক্স’ বলে উল্লেখ করেছেন।
অরিন্দম বাগচী বলছেন, ইলহান ওমর সংকীর্ণ-মানসিকতার রাজনীতি চর্চা করছেন। এসময় ভারতের অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টাকে অবশ্যই নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।
বুধবার থেকে চার দিনের সফরে পাকিস্তানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য। সাক্ষাত করেছেন ইমরান খান ও শাহবাজ শরীফের সাথে। সফরে কাশ্মির ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরও বেশি মনোযোগ দেয়া উচিত বলে জানান ইলহান ওমর।
/এডব্লিউ
Leave a reply