মোদির কাশ্মির সফরের আগমুহূর্তে চরমপন্থীদের সাথে গোলাগুলি, নিরাপত্তা সদস্যসহ নিহত ৩

|

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মির সফরের আগমুহূর্তে নিরাপত্তা বাহিনীর সাথে চরমপন্থীদের গোলাগুলিতে নিহত ২ অস্ত্রধারী। শুক্রবার (২২ এপ্রিল) ভোরের এই অভিযানে প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তা সদস্যও। ইনডিয়া টুডের খবর বলছে, সাঁড়াশি অভিযানে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রধারীরা লুকিয়ে আছে, এমন গোপন তথ্য পেয়েই চালানো হয় অভিযান। এসময় সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায় অস্ত্রধারীরা। গোলাগুলিতে প্রাণ হারান এক এএসআই।

রোববার, উপত্যকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর এটাই তার প্রথম সফর। পল্লিগ্রামে কয়েক হাজার পঞ্চায়েত সদস্যদের এক নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply