চলমান হিজাব বিতর্কের মধ্যেই আবারও ভারতের কর্ণাটকে হিজাব পরার জন্য দুই ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়া হলো না। জানা যায়, কর্ণাটকের উদুপিতে হিজাব পরে পরীক্ষা দিতে আসা দুই ছাত্রীকে বাধা দেয়ার পর তারা কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যায়।
আনন্দবাজার ও এনডিটিভির খবর থেকে জানা যায়, শুক্রবার (২২ এপ্রিল) দুই কলেজ পড়ুয়া ছাত্রী পরীক্ষার হলে হিজাব পরে পরীক্ষা দেয়ার অনুমতি চাইলে তাদের পরিষ্কার জানিয়ে দেয়া হয় যে, তারা হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না। আজ তাদের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল। ভুক্তভোগী দুই ছাত্রীর নাম আলিয়া আসাদি ও রেশম।
আরও জানা যায়, তারা প্রায় ৪৫ মিনিট ধরে পরীক্ষা পরিদর্শক ও কলেজের অধ্যক্ষের কাছে অনুরোধ করেন যেন তাদের হিজাব পরে পরীক্ষা দিতে দেয়া হয়। কিন্তু রাজ্য সরকার ও আদালতের নির্দেশনা থাকায় তাদের পরীক্ষা দিতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। অনুমতি না পাওয়ায় তারা পরীক্ষা না দিয়ে কলেজ চত্বর থেকে বের হয়ে যান।
এর আগে, গত সপ্তাহে ১৭ বছর বয়সী আলিয়া আসাদি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি আবেদনও দিয়েছিলেন।
এটিএম/
Leave a reply