টানা ৫০৫ দিন করোনা আক্রান্ত ছিলেন যুক্তরাজ্যের এক ব্যক্তি

|

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক ব্যক্তি টানা ৫০৫ দিন বা ১৬ মাসেরও বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এমন দাবি করেছেন দেশটির চিকিৎসকরা। খবর বিবিসির।

২০২০ সালের প্রথমদিকে ওই ব্যক্তির করোনা সংক্রমণ হয়েছিল। পরে ২০২১ সালে হাসপাতালে মারা যান তিনি। মারা যাওয়া ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক দুর্বল ছিল বলে দাবি করেছেন লন্ডনের চিকিৎসকরা। তবে টানা আক্রান্ত হওয়ার এই ব্যাপারটিকে বিরল হিসেবেও আখ্যায়িত করেছেন তারা।

আক্রান্ত হওয়ার পর ৭২ সপ্তাহ পর্যন্ত ওই রোগী বহুবার নিয়মিত পরীক্ষা এবং যত্নের জন্য হাসপাতালের ভেতর ও বাইরে ছিলেন। অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়ার পরেও রোগীর সংক্রমণ কমানো যায়নি। তবে এটি লং কোভিড থেকে ভিন্ন বলছেন গবেষকরা।

আরও পড়ুন: ‘ভারত তার স্বার্থ ভালো বোঝে’, ফের দেশটির পররাষ্ট্রনীতির প্রশংসায় ইমরান

গবেষকরা বলছেন, করোনার দীর্ঘায়িত সংক্রমণ বিরল তবে গুরুত্বপূর্ণ। কারণ, তারা কোভিডের নতুন রূপের জন্ম দিতে পারে। যদিও এই ক্ষেত্রে সেটি ঘটেনি। দীর্ঘয়িত সংক্রমণ ঘটেছে এমন কিছু রোগীদের বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে কিছু মিউটেশন আছে যা উদ্বেগজনক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply