লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরিক্ষার্থীর। এ ঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলমের পরিচয় জানা যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহত মাহবুবা শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পানপাড়া বাজার এলাকায় পৌছালে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply