জুমার দিনে আবারও উত্তপ্ত পবিত্র আল-আকসা মসজিদ। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) ফজর নামাজের পর মসজিদে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিরোধ গড়ে তুলতে পাথর ছুড়ে মারেন মুসল্লিরা। বিক্ষোভকারীদের দমনে টিয়ারগ্যাস ছুড়ে ইহুদি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। খবর আল জাজিরার।
মুসল্লিদের অভিযোগ, নামাজ পড়ার সময় তল্লাশির অজুহাতে ধরপাকড় শুরু করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে, সেনারা বলছে, ইহুদি ধর্মাবলম্বীরা তাদের পবিত্র স্থানে প্রার্থনা করতে গেলে, বাধা দেন মুসলিমরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় ফাঁকা গুলি।
গত শুক্রবারও আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। চলে দফায় দফায় সংঘাত। আহত হন দেড় শতাধিক। আটক করা হয় চারশোরও বেশি ফিলিস্তিনিকে।
আরও পড়ুন: বিশ্বের আর্থিক সংস্থাসমূহের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি
আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধে আরব লিগের আহ্বানের পরদিনই অভিযান চালালো ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে আল-আকসায় ইহুদিদের প্রার্থনাকে মুসলিমদের জন্য চরম অপমানজনক বলেও মন্তব্য করা হয়। বৈঠকে গত শুক্রবারের ইসরায়েলি ধরপাকড়কেও নিন্দা করা হয়।
জেডআই/
Leave a reply