Site icon Jamuna Television

ফতুল্লায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত ইমাম গ্রেফতার

ফাইল ছবি

সিনিয়র করপসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় এক কিশোরীকে (১৬) আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে।

শুক্রবার (২২ এপ্রিল) ভোরে শাহাদাত হোসেনকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন মাসদাইর এলাকার একটি মসজিদের ইমাম।

অভিযোগ সূত্রে জানা গেছে , ভূক্তভোগীর ছোট ভাই জামতলীর স্থানীয় একটি নুরানী হিজফখানায় আবাসিক ছাত্র। এজন্য মাঝেমাঝেই ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে ভূক্তভোগী ওই হেফজখানায় যেতেন। অভিযুক্ত ইমাম শাহাদাত হোসেন ওই হিফজখানার খতিব। হিফজখানায় আসা-যাওয়ার সময়ই সম্প্রতি ভূক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয় শাহাদাত হোসেন। চলতি এপ্রিল মাসের ৮ তারিখ সন্ধ্যা সাতটায় ভূক্তভোগী জামতলায় গেলে শাহাদাত হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ এলাকার একটি বাসায় নিয়ে তাকে আটকে রাখে এবং বিয়ের প্রলোভনে সেখানেই একাধিকবার ধর্ষণ করে। এরপর, গত ১৯ এপ্রিল বিকেলে ভূক্তভোগীকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত শাহাদাত।

এ ঘটনায় ভূক্তভোগীর মা বাদি হয়ে তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে শাহাদাত হোসেনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


/এসএইচ

Exit mobile version