ইউক্রেনে আগামী বছর পর্যন্ত রুশ আগ্রাসন চলবে: বরিস জনসন

|

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আগামী বছরের শেষ পর্যন্ত চলবে, গোয়েন্দাদের দেয়া এমন তথ্যের সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (২২ এপ্রিল) ভারতের দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরিস জনসন জানান, বাস্তবিক অর্থেই এমন সম্ভাবনা রয়েছে। খবর বিবিসি’র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক অবস্থাও জটিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। বলেন, তিনি এক সর্বনাশা ভুল করেছেন। তার হাতে এখন একটিই উপায়। তিনি এখন তার ভয়াবহ সব অস্ত্র দিয়ে ইউক্রেনের নাগরিকদের পিষে ফেলতে চাচ্ছেন।

বরিস জনসন জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী সপ্তাহেই ব্রিটিশ দূতাবাস খুলবে। বর্তমানে তিনি ভারত সফরে রয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply