দোনবাসের প্রবেশপথ বানানোর লক্ষ্যে খারকিভে রুশ হামলা অব্যাহত

|

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে অব্যাহত রুশ বাহিনীর হামলা। শুক্রবার (২২ এপ্রিল) ছোড়া মিসাইলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। গুরুতর আহত আরও ছয় জন। নিউইয়র্ক টাইমসের খবর জানাচ্ছে, রাশিয়ার বর্তমান টার্গেট দোনবাস অঞ্চলকে ঘিরে ফেলতে উত্তরের গেটওয়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে খারকিভকে।

এদিন হামলার মূল টার্গেট ছিল অঞ্চলটির প্রধান বাণিজ্যিক এলাকা। মুহুর্মুহু গোলাবর্ষণ করে পুতিন বাহিনী। আবাসিক এলাকাতেও চালানো হয় হামলা। পুরোপুরি বিধ্বস্ত হয় বহুতল একটি ভবন। আগুন ধরে যায় কয়েকটি বাড়িতে।

গোলাগুলির কারণে বেশিরভাগ বাসিন্দাই আশ্রয় নিয়েছে বেজমেন্ট বা বাঙ্কারে। এমন পরিস্থিতিতে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। আহতদের চিকিৎসা দিচ্ছে স্বেচ্ছাসেবী প্যারামেডিকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply