মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ চার বলে ১৬ রানের ইনিংসে হেরে যাওয়া ম্যাচ জিতে মাহেন্দ্র সিং ধোনি আবারও প্রমাণ করলেন যে তিনিই সেরা ফিনিশার। ফিনিশার হিসেবে দীনেশ কার্তিকের সাথে যে ধোনির তুলনা হয় না সে বিষয়ে পরিষ্কার জানিয়ে দেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। সেই সাথে ধোনির ইনিংসের পর চেন্নাই অধিনায়ক রবিন্দ্র জাদেজা যেভাবে ঝুকে সম্মান জানান, তাতেই পরিষ্কার যে, এই বয়সেও এক ত্রাসের নাম মাহেন্দ্র সিং ধোনি।
প্রতিপক্ষ পাঁচবারের শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার চেন্নাই সুপার কিংসের। ক্রিজে ছিলেন সিএসকের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আর তাতেই যেমন চিন্তা তেমন কাজ। সেরা ফিনিশারের ভূমিকায় মুম্বাইকে হারের স্বাদ দেন এমএস ধোনি। ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের জয়গান তাই আবারও ভক্তকুলের মাঝে। সিএসকে অধিনায়ক রবিন্দ্র জাদেজাও ম্যাচের পর ধোনির সামনে ঝুকে প্রমাণ দেন সাবেক এই অধিনায়ক এখনও তাঁর দলের অন্যতম বড় হাতিয়ার।
আইপিএলের এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স করা দীনেশ কার্তিকের গাঁয়েও লেগেছে সেরা ফিনিশারের তকমা। কিন্তু ধোনির সাথে কি কারও তুলনা চলে? ধোনি যে সর্বকালের সেরা ফিনিশার সে নিয়ে সন্দেহ প্রকাশ করতে নারাজ সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। সাবেক এ ক্রিকেটার বলছেন, ম্যাচটা যে পরিস্থিতিতে ছিল, একমাত্র ধোনিই জিততে পেরেছে। এখনও দলের অন্যতম ভরসার নাম তিনি। আর প্রথমবার সে এটা করেনি। এই বয়সেও সে নিজের সামর্থের প্রমাণ দিয়েছে। সারা মৌসুম ধরে আমি শুনেছি দীনেশ কার্তিক সেরা ফিনিশার। কিন্তু যারা এমন মন্তব্য করেছে তাদের আমি বলতে চাই এখন ধোনির ব্যাপারেও আপনাদের ভাবা উচিত।
তিনি বলেন, ধোনির সব থেকে বড় বিশেষত্ব হল সে যখন ক্রিজে আসে বোলারের ওপর চাপ তৈরি হয়। আর এই অর্জন সে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে পেয়েছে। এমএস বোলারের ওপর যে চাপ তৈরি করে সেটাই তাকে বড় স্কোর করতে সাহায্য করে।
ধোনির কারণেই যে ম্যাচটি জিততে পেরেছে চেন্নাই। তা পোস্ট ম্যাচেই বলেছেন অধিনায়ক রবিন্দ্র জাদেজা। বয়স যে শুধুই একটা সংখ্যা তা আবারও প্রমাণ করেছেন মাহেদ্র সিং ধোনি।
/এডব্লিউ
Leave a reply