শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ। একইসঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুন্যলগ্নেরও শুরু আজ থেকে।
মহলয়ার মধ্য দিয়ে দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বছরঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাবার বাড়ি। অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। আজ থেকেই শুরু দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর সাড়ে পাঁচটায় চণ্ডীপাঠ ও পূজা অর্চনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হয়।
Leave a reply