Site icon Jamuna Television

মাঠ থেকে চলে আসার নির্দেশ; মোস্তাফিজের টিমের ৩ জনকে শাস্তি

ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় মাঠে থাকা খেলোয়াড়দের উঠে আসতে বলেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পন্থ। এবার সেই কারণে শাস্তিও পেলেন উইকেটকিপার এ ব্যাটার।

পন্থের ম্যাচ ফি’র পুরো টাকাটাই কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া শার্দুল ঠাকুরের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন দিল্লির সহকারী কোচ প্রভিন আমরে। তাকে ম্যাচ ফি’র ১০০ শতাংশ কাটার পাশাপাশি ১ ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে। খবর ইএসপিএনের।

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) রাজস্থানের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে দিল্লির দরকার ছিল ৩৬ রান। প্রথম তিন বলেই ৩ ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তোলেন ক্যারিবিয়ান ব্যাটার রোভম্যান পাওয়েল। তবে ওবেড ম্যাককয়ের করা তৃতীয় বলটি একটু বেশি উচ্চতায় ছিল বলে নো বল দাবি করেন পন্থ। তবে আম্পায়ার শেষ পর্যন্ত নো বল দেননি। এতেই ক্ষোভ পন্থের। তবে পন্থকেও ছাড়িয়ে গেছেন আমরে। তিনি মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে তর্কে জড়ান।

আরও পড়ুন: ক্ষোভে মাঠের খেলোয়াড়দের চলে আসতে বলেছেন মোস্তাফিজদের অধিনায়ক (ভিডিও)

শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় দিল্লি। প্রথম তিন বলেই ছক্কা মারলেও এই নাটকের পর মনঃসংযোগ হারান রোভম্যান। মারতে পারেননি আর একটা ছক্কাও। ফলে ২২২ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লি থামে ২০৭ রানে। ১৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজের দলকে।

জেডআই/

Exit mobile version